Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে

যোগদানের আগেই গাইবান্ধার জেলা প্রশাসক পরিবর্তন

যোগদানের আগেই গাইবান্ধার জেলা প্রশাসক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদানের আগেই পরিবর্তন করা হয়েছে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত শনিবার (৮ নভেম্বর) মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধার নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি যোগদানের আগেই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, গাইবান্ধার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি এর আগে ‘এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের উপ–প্রকল্প পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বদলি স্বরূপ তাকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।

এদিকে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে গত শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু গাইবান্ধায় যোগদানের আগেই তাকে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব পদে পদায়ন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

অন্যদিকে গাইবান্ধার বিদায়ী জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad