জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ রংপুর বিভাগে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন গাইবান্ধার মোঃ মিজানুর রহমান। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত গাইবান্ধা সদর উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত হয়ে রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে বিজয়ী হন তিনি।
গাইবান্ধা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজান গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের পার সোনাডাঙ্গা গ্রামের মুত আব্দুল জলিল সরকার ও মোছা: মঞ্জুয়ারা বেগমের তৃতীয় সন্তান। মিজানুর রহমানের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গাইবান্ধা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানুসহ সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্রবৃন্দ। খবর বিজ্ঞপ্তির।