Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৪৮

রংপুরে বিশ্ব বেতার দিবস উদ্‌যাপিত

রংপুরে বিশ্ব বেতার দিবস উদ্‌যাপিত

রংপুর সংবাদদাতা

রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) বিশ্ব বেতার দিবস, ২০২৪ উদযাপন করা হয়েছে। 

এবারে বিশ্ব বেতার দিবসের প্রতিপাদ্য ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’। 

বিশ্ব বেতার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্র থেকে আজ মঙ্গলবার সকাল ১০ টায় একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বেতারের সকল কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলী অংশনেন। শোভাযাত্রার উদ্বোধন করেন রংপুরমেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান।

পুলিশ কমিশনার বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে বাংলাদেশ বেতার সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যাচ্ছে।সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ বেতার সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনবান্ধব কার্যক্রম পরিচালনা করছে।শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আকবর আলী, বাংলাদেশ বেতার, রংপুর-এর আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অররশিদ, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মো: আল আমীন ও আঞ্চলিক প্রকৌশলী মোঃ আবু সালেহ্ উপস্থিত ছিলেন।

বিশ্ব বেতার দিবস উপলক্ষ্যেবাংলাদেশ বেতার, রংপুর বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, ফোন-ইন, ফেসবুকভিত্তিক লাইভ আড্ডা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad