Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৩

রংপুরে সিটি বাস সার্ভিসের উদ্বোধন

রংপুরে সিটি বাস সার্ভিসের উদ্বোধন

রংপুর সংবাদদাতা

রংপুর নগরীর সিও বাজার থেকে সাতমাথা পর্যন্ত ‘সিটি বাস সার্ভিস’-এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিও বাজারে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সিটি বাস সার্ভিসের উদ্বোধন করেন রংপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান। 

রংপুর ট্রাফিক বিভাগ, মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিসি বাস ডিপোর আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম। 

প্রধান অতিথির বক্তৃতায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, পরিবর্তনের জন্য বাধা-বিপত্তি অতিক্রম করাই সভ্যতা। সব সভ্যতাই সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকে। একটি আধুনিক সিটিতে সিটি বাস সার্ভিস থাকবে না, এটা হতে পারে না। সিটি বাস সার্ভিস রংপুরের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। তাই আজ রংপুর সিটিতে এই বাস সার্ভিস চালু করা হলো। এ নগরীতে প্রতিদিন প্রায় ২ লক্ষ ৫০ হাজার যাত্রী বিভিন্ন যানবাহনে যাতায়াত করেন। সিটি বাস সার্ভিসে ভাড়া সাশ্রয় হবে এবং যাত্রীদের সময় বাঁচাবে। সিটি বাসে মোট ৪৫ জন যাত্রী বসতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ায় টিকিট এবং প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য আসন সংরক্ষিত থাকবে।

পরিবহণ সেবার মানের ওপর গুরুত্ব আরোপ করে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, রংপুর সিটি বাস সার্ভিসে শুধু অর্থ আয়ের কথা চিন্তা করলে হবে না, সেবাও নিশ্চিত করতে হবে। সেবা দেওয়ার মানসিকতা নিয়ে পরিবহণ মালিকদের এগিয়ে আসতে হবে। দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশনা মোতাবেক হাইওয়ে সড়কে ইজিবাইক ও চার্জার রিকশা চলাচল নিষিদ্ধ। হাইওয়ে সড়কে বাসে চলাচলই নিরাপদ। উল্লেখ্য, প্রথম পর্যায়ে বিআরটিসির দুটি বাস দিয়ে সিটি সার্ভিস চালু করা হলো, পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে।

উদ্বোধন অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী ও উৎপল কুমার পাল, বিআরটিএ রংপুর বিভাগের উপপরিচালক আব্দুল কুদ্দুস, বিআরটিসি রংপুর ডিপোর ম্যানেজার (অপারেশন) সুলতান আলম, মোটর মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আফতাব উজ জামান লিপন, রংপুর বিভাগ ও জেলার মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad