Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৫-২০২৩, সময়ঃ সকাল ০৯:২৯

রংপুরে হত্যার মামলার আসামী গ্রেপ্তার

রংপুরে হত্যার মামলার আসামী গ্রেপ্তার

রংপুর সংবাদদাতা  ►

রংপুরে ব্যবসায়ী মনিরুজ্জামান মানিক (৪৩) হত্যা মামলার আসামি মমিন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানাধীন আক্কেলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মমিন মিয়া তাজহাট থানাধীন হরিরামপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে বলেন, তাজহাট থানাধীন হরিরামপুর আক্কেলপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মনিরুজ্জামান মানিক গত ১ মে রাত সাড়ে দশটার দিকে তাজহাট থানাধীন দর্শনা এলাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি করেন।

পরদিন সকালে প্রতিবেশী লোকজনের মাধ্যমে জানতে পারেন ওই এলাকার আব্দুল মান্নানের পুকুরে একটি মরদেহ ভেসে আছে। পরে মানিকের স্ত্রী সেখানে গিয়ে স্বামীর মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় ওইদিনই তাজহাট থানায় মামলা করেন মানিকের স্ত্রী তাহমিনা আক্তার অপি।

ওসি হোসেন আলী আরও জানান, ১ মে রাত সাড়ে ১০টার পর আক্কেলপুর স্কুল মাঠে টাকা পয়সা লেনদেন নিয়ে মানিকের সঙ্গে মমিনের বাকবিত-া হয়। একপর্যায়ে মমিন মিয়া শ্বাসরোধে মানিককে হত্যার পর পুকুরে মরদেহ ফেলে পালিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad