Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৪-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪৫

রংপুরে ২০০ বছরের পুরোনো টেলিস্কোপ উদ্ধার, আটক ৬

রংপুরে ২০০ বছরের পুরোনো টেলিস্কোপ উদ্ধার, আটক ৬

রংপুর সংবাদদাতা ►

রংপুরে ২০০ বছরের পুরোনো একটি টেলিস্কোপ বিক্রির সময় ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় টেলিস্কোপটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর গোল্ডেন টাওয়ার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে টেলিস্কোপ উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজধানীর কাফরুল এলাকার দেওয়ান খোরশেদের ছেলে দেওয়ান রবিউল সালাম (৪৯) ও নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪৮), পাবনার জালাল উদ্দিনের ছেলে শামসুল আলম (৫৯) ও আব্দুল কাদের মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৫৬) এবং পঞ্চগড়ের আব্দুর করিমের ছেলে জাহিদুল ইসলাম (৪৮) ও রুস্তম আলীর ছেলে শাহ আলম (৪৫)।

পুলিশ সূত্র জানায়, কয়েক প্রতারক ২০০ বছরের পুরনো টেলিস্কোপটি বিক্রির জন্য গোল্ডেন টাওয়ার হোটেলে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে পুরনো টেলিস্কোপটি উদ্ধারসহ ছয়জনকে আটক করে। টেলিস্কোপটির গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ১৮১৮ সাল লেখা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, প্রতারণা করে টেলিস্কোপ বিক্রির চেষ্টাকালে ডিবি পুলিশ তাদের আটক করেছে। তাদের নামে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad