নিজস্ব প্রতিবেদক►
রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) বাদ আসর গাইবান্ধা স্টেশন জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি রেল স্টেশনে গিয়ে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সেক্রেটারি প্রভাষক ওবায়দুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মো. শাওন হাসান প্রমুখ।
বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, সকল প্রকার অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। দিনের বেলা হোটেল-রেস্তোরাঁগুলো বন্ধ রাখতে হবে।
এ সময় তারা আরও বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান নেতারা।