নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁর রাণীনগরের একডালা ইউনিয়নের পাকুরিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তা (নগদ টাকা) প্রদান করা হয়েছে। এর আগে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে চাল, ডাল, তেল, মশারি, মশলাসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পাকুরিয়া গ্রামের চাঁন মিয়া, দুদুন, শাহাজাহান, মরিয়ম আক্তার পপি, বাবুল, মামুন, করিম ও লুৎফর রহমানের মাঝে নগদ ৪২হাজার টাকা আর্থিক অনুদান হিসেবে বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে অনুদান তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়াও নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, অন্যান্য কর্মকর্তা ও ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি ভয়াবহ এক অগ্নিকান্ডে এই ৮টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তিতে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসন বরাবর আবেদন করলে তাদেরকে সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা করা হয় বলে জানান নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।