Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৭-২০২৩, সময়ঃ দুপুর ১২:০৫

রাণীনগরে পূর্বশত্রুতার জের ধরে গভীর নলক’পের পাইপ ভাংচুর॥ পানি সেচের অভাবে চাষাবাদ করা নিয়ে শঙ্কা

রাণীনগরে পূর্বশত্রুতার জের ধরে গভীর নলক’পের পাইপ ভাংচুর॥ পানি সেচের অভাবে চাষাবাদ করা নিয়ে শঙ্কা

আব্দুর রউফ রিপন, নওগাঁ  ►

নওগাঁর রাণীনগরের জলকৈ মাঠে পূর্বশত্রুতার জেরে মাটির নিচ দিয়ে গভীর নলক’পের পানি সেচের পাইপ লাইন তুলে ভাংচুর করার অভিযোগ উঠেছে। ফলে নিজের জমিসহ শতাধিক কৃষকের জমিতে পানি সেচ দেওয়া নিয়ে শঙ্কায় রয়েছে মাসুদ রানা। এই ঘটনায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক সমাধানের লক্ষ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, জলকৈ গ্রামের আলতাফ মোল্লার ছেলে মাসুদ রানা একডালা ইউনিয়নের উজালপুর মৌজাস্থ জলকৈ গ্রামের মাঠে ৩০কেবি ৩ফেইজের একটি গভীর নলক’প স্থাপনের মাধ্যমে দীর্ঘ ১৩বছর যাবত জমিতে সেচ দিয়ে নিজেরসহ অন্যান্য চাষীদের প্রায় ১শত বিঘা জমি চাষাবাদ করে আসছে। মাঠের পূর্ব পাশে মাসুদ রানার প্রতিবেশি একই গ্রামের এলাহী বক্স, মেহেদী হাসান রানা, রমজান আলী মোল্লাসহ আরো কয়েকজন ব্যক্তির নেতৃত্বে আরেকটি গভীরনলক’প রয়েছে যা প্রায় ৪০বছর যাবত জমিতে সেচ দিয়ে আসছে। যার ফলে মাসুদ রানার গভীর নলক’প বন্ধ করার জন্য ওই প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। সম্প্রতি মাসুদ রানার গভীর নলক’প থেকে প্রায় ৩শত গজ উত্তর-পূর্ব দিকে নিজের জমিসহ অন্য প্রতিবেশীদের জমিতে পানি সেচ দেয়ার জন্য মাটির নিচ দিয়ে পাইপ সংস্কারের কাজ করার সময় অপর গভীর নলক’প পরিচালনা কমিটির সদস্যরা এসে বাধা প্রদান করে এবং পাইপ নষ্ট করার হুমকি-ধামকী প্রদান করে। এর কিছুদিন পরেই রাতের অন্ধকারে মাসুদ রানার সংস্কার করা প্রায় ৫শত ফিট পাইপ লাইন ভেঙ্গে ফেলে। এতে করে মাসুদ রানার প্রায় ৩লাখ টাকার ক্ষতি হয়েছে এবং চলতি আমন মৌসুমে তার নিজস্ব ৮বিঘা জমিসহ শতাধিক কৃষকের জমিতে পানি সেচ দিয়ে ধান চাষাবাদ করা নিয়ে শঙ্কায় রয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষক মাসুদ রানা বলেন আমার গভীর নলক’প স্থাপন করার পর থেকেই এলাহী বক্সরা আমার সঙ্গে দ্বন্দ্ব করে আসছে। তারা বছরের পর বছর পানি সেচের ব্যবস্থা আধুনিকায়ন না করে পুরাতন পদ্ধতিতেই জমিতে পানি সেচ দেওয়ার কারণে অনেক কৃষকরা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছে। যার কারণে আমি সরকারের নিয়মমাফিক ব্যক্তিগত ভাবে গভীর নলক’প স্থাপন করে চাষাবাদ করে আসছি। ওই গভীর নলক’পের মধ্যে থাকা আমার নিজস্ব কয়েক বিঘা জমিতে পানি সেচ দেয়ার জন্য মাটির নিচ দিয়ে পাইপ সংস্কারের কাজ করছিলাম। এতে করে কারো কোন ক্ষতি কিংবা লোকসানের আশঙ্কা ছিলো না। কিন্তু তারা পূর্বশত্রুতার জের ধরে অন্যায় ভাবে আমার এই ক্ষতি করেছে আমি সঠিক তদন্ত সাপেক্ষে এই অন্যায়ের আইনগত ব্যবস্থা প্রার্থনা করছি। 

জলকৈ গ্রামের এলাহী বক্সের ছেলে অভিযুক্ত মেহেদী হাসান রানা মুঠোফোনে জানান পাইপ তুলে ভাংচুর করার যে অভিযোগ করা হয়েছে তা সম্পন্ন মিথ্যে ও বানোয়াট। বরং মাসুদ জোরপূর্বক আমাদের গভীর নলক’পের এলাকায় পাইপ স্থাপনের কাজ করার সময় আমার বাবা এলাহী বক্স বাধা দিতে গেলে মাসুদ আমার বৃদ্ধ বাবাকে মারপিট করেছে। আমরাও এই মিথ্যে অভিযোগের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত শান্তিপূর্ন সমাধান চাই। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন আমি উভয় পক্ষের কাজ থেকে অভিযোগ পেয়েছি। দ্রুতই সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থালে গিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad