নিজস্ব প্রতিবেদক ►
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের উদ্যোগে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এসকেএস ইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় গাইবান্ধার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। পরে তাঁদের হাতে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেডিও সারাবেলার উপদেষ্টা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
রেডিও সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও বাচিকশিল্পী অমিতাভ দাশ হিমুন, উপস্থাপক ও আবৃত্তি শিল্পী শিরিন আকতার, চাইল্ড ক্লাবের সাবেক আহ্বায়ক তালহা সাহাল রাফে। স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড ক্লাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুজাহিদ মৃদুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাইল্ড ক্লাবের সদস্য সচিব আফিসা আলিফ।
প্রতিযোগিতায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা দুটি গ্রুপে অংশ নেয়। এতে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে আহম্মদ উদ্দীন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজের শিক্ষার্থী সাবলীর সাবাহী রাশিন। দ্বিতীয় হন একই প্রতিষ্ঠানের রিক চক্রবর্তী এবং তৃতীয় স্থান অধিকার করে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী হাছনা মাহামুদ সায়ন্তি। অন্যদিকে ‘খ’ গ্রুপে প্রথম হয় এসকেএস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী তাহসিন রহমান মৌরি, দ্বিতীয় ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের রাইয়ান হাসান এবং তৃতীয় হন একই প্রতিষ্ঠানের আরিয়ান হোসাইন।
উল্লেখ্য, শিশু-কিশোর বিষয়ক রেডিও নিউজ বুলেটিন ‘ছোটদের সংবাদ’, লাইভ ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা’, নির্মাণ ও সম্প্রচারসহ শিশুদের উপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের আওতাধীন গাইবান্ধার দুই শতাধিক শিশু।
এসব কাজের স্বীকৃতি হিসেবে চাইল্ড ক্লাব লাভ করেছে ইউনিসেফ কর্তৃক ৪টি মীনা মিডিয়া এ্যাওয়ার্ড। এছাড়া চাইল্ড ক্লাবের মাধ্যমে রেডিও ব্রডকাস্টিংয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি নেতৃত্ব তৈরি ও বিকাশ তথা সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ পাচ্ছে শিশু-কিশোররা।