Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-১-২০২৩, সময়ঃ রাত ০৭:২৭

রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ►

রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় সারাবেলা মিটিং রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রেডিও সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক।

রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের আহ্বায়ক ইফতি হাসান অদিতার সঞ্চালনায় অনুষ্ঠিত পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম আহ্বায়ক মুজাহিদ মৃদুল, সদস্য সচিব আফিসা আলিফ, অর্থ সম্পাদক পুজা রানী সরকার, গ্রন্থাগার সম্পাদক জান্নাতুন নেছা ইপ্তি, অনুষ্ঠান সম্পাদক উম্মে তাবাসসুম তুবা, সহ-অনুষ্ঠান সম্পাদক রিতু মনি ও সংবাদ বিষয়ক সম্পাদক তাজুন্নাহার তুফা।

নির্বাহী কমিটির সদস্যদেও অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে সভায় ২০২৩ সালের জন্য বার্ষিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা হয়।

সভায় অন্যদেও মাঝে উপস্থিত ছিলেন-সারাবেলার নিউজ প্রোডিউসার ফরহাদ হাসান, অ্যাকাউন্টস অফিসার ফরহাদ রেজা ও সহকারি প্রোগ্রাম প্রোডিউসার আবু সাঈদ।

উল্লেখ্য শিশু-কিশোর বিষয়ক রেডিও নিউজ বুলেটিন‘ছোটদের সংবাদ’, লাইভ ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা’, নির্মাণও স¤প্রচারসহ শিশুদেও উপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে করছে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের আওতাধীন গাইবান্ধার দুই শতাধিক শিশু।

এসব কাজের স্বীকৃতি হিসেবে চাইল্ড ক্লাব লাভ করেছে ইউনিসেফ কর্তৃক ৪টি মীনা মিডিয়া এ্যাওয়ার্ড। এছাড়া চাইল্ড ক্লাবের মাধ্যমে রেডিও ব্রডকাস্টিংয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি নেতৃত্ব তৈরি ও বিকাশতথা সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ পাচ্ছে শিশু-কিশোররা।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad