নিজস্ব প্রতিবেদক►
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধায় আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এসকেএস ইন্-এর ওয়াটার প্লেটে এই প্রতিযোগিতার আয়োজন করে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেডিও সারাবেলার উপদেষ্টা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম।
সারাবেলার স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমান গোলাপের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারাবেলার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ফুলছড়ি সরকারি কলেজের প্রভাষক পারভীন আক্তার।
এছাড়া অন্যদের মাঝে বক্তব্য রাখেন চাইল্ড ক্লাবের সাবেক আহ্বায়ক ইফতি হাসান অদিতা। এর আগে স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড ক্লাবের আহ্বায়ক আফিসা আলিফ।
তিনটি গ্রুপে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৫৫ জন শিক্ষার্থী। এতে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন- মারজুকা তাইয়েবা তানাজ, দ্বিতীয়- আফরিদা মুনিয়াত এবং তৃতীয় স্থান অধিকার করেন- রাদিয়া রায়াত সামি।
‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন- রাফিয়া মাহনাজ তুবা, দ্বিতীয়- মোছা. সূচনা খানম সৃষ্টি এবং তৃতীয় স্থান অধিকার করেন- জান্নাতুল মাওয়া।
‘গ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন নূর মোহাম্মদ রাফি, দ্বিতীয় হয়েছেন মো. আবু সোয়াইব এবং তৃতীয় স্থান অধিকার করেন- নুশরাত জাহান।
প্রত্যেক বিজয়ীকে পুরস্কার ও সনদ প্রদান করেন অতিথিরা। এছাড়া প্রতিযোতিায় অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
এই প্রতিযোগিতায় বিচারক ছিলেন- কবি-বাচিকশিল্পী অমিতাভ দাশ হিমুন, কবি ও গবেষক ড. অদ্বিত্ব শাপলা এবং আবৃত্তি শিল্পী ও উপস্থাপক শিরীন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারাবেলা চাইল্ড ক্লাবের সদস্য সচিব সারা ওয়ালিউর এবং প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. শিরহান।