Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৫৯

রোকেয়া দিবসে গোবিন্দগঞ্জে ৫ নারীকে জয়িতা সম্মাননা

রোকেয়া দিবসে গোবিন্দগঞ্জে ৫ নারীকে জয়িতা সম্মাননা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। 

আজ (সোমবার, ৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। 

এতে অন্যান্যের মধ্য্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মির্জা শহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা কণা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad