রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা►
কুড়িগ্রামের রৌমারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের ‘বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ফুড সিস্টেমস ইন বাংলাদেশ (বিসিএফএস)’ নামে এক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার, ১২ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ হাসান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাজেদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের প্রকল্প ব্যবস্থাপক আহমেদ মিরাজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও প্রকল্প অবহিতকরণের প্রেজেন্টেশন প্রদান করেন সাজেদা ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক (উত্তরাঞ্চল) তৌহিদুর রহমান।
সভায় বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। সরকারের নীতিমালা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নির্দেশাবলীর সাথে সামঞ্জস্য রেখে কোন জমি অনাবাদি থাকবে না, এই প্রস্তাবিত প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের কারণে প্রবলভাবে ঝুঁকিপূর্ণ উত্তরের নদীপাড়ের চর এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলের জনগণের সাথে কাজ করবে। এই সমস্যা সমাধানের জন্য, সাজেদা ফাউন্ডেশন একটি জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়ে তুলবে যা খাদ্যের প্রাপ্যতা বাড়াবে, জনগোষ্ঠির সহনশীলতা উন্নত করবে এবং জলবায়ু ঝুঁকিতে থাকা কমিউনিটির জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
বক্তারা আরও বলেন, বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ফুড সিস্টেমস ইন বাংলাদেশ (বিসিএফএস) প্রকল্পটি একটি জলবায়ু-সহনশীল খাদ্য সরবরাহ চেইন গড়ে তুলবে যা খাদ্যের প্রাপ্যতা বাড়াবে, কমিউনিটির সহনশীলতা উন্নত করবে এবং জলবায়ু ঝুঁকিতে থাকা কমিউনিটির জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
প্রকৃতিগত কারণে রৌমারী উপজেলা দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে অতি পরিচিত জানিয়ে বক্তারা বলেন, প্রায় প্রতি বছরই বন্য এবং নদী ভাঙ্গনে অসংখ্য বাড়িঘর এবং জমি জমা বিলীন হয়ে যায় এ প্রেক্ষাপটে সাজেদা ফাউন্ডেশন এর বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ফুড সিস্টেমস ইন বাংলাদেশ (বিসিএফএস) প্রকল্পটি হাতে নিয়েছে যা যাদুরচর ইউনিয়নের দরিদ্র কৃষকদের জন্য প্রশিক্ষণ, চাষাবাদ ও কৃষির জন্য উপকরণ ও অনুদান , খাদ্য সংরক্ষণাগার, বাজারে সাথে সংযোগ, কৃষি আবহাওয়া তথ্য প্রচারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বন্যাকালীন সময়ে উঁচু স্থানের খাদ্য সংরক্ষণাগার এর মাধ্যমে ফসল ক্ষতির হাত হতে রক্ষা পাবে ও ন্যায্যমূল্য নিশ্চিত হবে।