Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১-২০২৫, সময়ঃ বিকাল ০৩:৫০

লাইসেন্সসহ ৯ দফা দাবি গাইবান্ধার ব্যাটারিচালিত যানবাহন চালকদের

লাইসেন্সসহ ৯ দফা দাবি গাইবান্ধার ব্যাটারিচালিত যানবাহন চালকদের

নিজস্ব প্রতিবেদক►

ব্যাটারিচালিত যানবাহনের জন্য থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করাসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি পালন করেছে ‘রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’।

আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় গেজেট প্রকাশ ছাড়াও ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট, ইজিবাইক চলাচলে ‘একদিন পর পর’ গাইবান্ধা পৌরসভার সিদ্ধান্ত বাতিল, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় পৃথক লেন বা সার্ভিস রোড নির্মাণ ও চালকদের প্রশিক্ষণ, চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ, চার্জিং স্টেশন স্থাপন, ন্যুনতম ভাড়া ১০ টাকা নির্ধারণেরও দাবি তোলেন সংগঠনটির নেতারা।

সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির জেলার প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, উপদেষ্টা সুকুমার চন্দ্র মোদক, সহকারী উপদেষ্টা আফরোজা আব্বাস, প্রধান সংগঠক লাভলু মিয়াসহ অনেকে।

অবস্থান কর্মসূচি শেষে এসব দাবি উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর এবং গাইবান্ধা বিআরটিএ পরিচালকের মাধ্যমে বিআরটিএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা।

এর আগে, বেলা ১১টার দিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে জেলা শহরের পুরাতন জেলখানা মোড়ের গোল চত্বরে সমবেত হন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad