Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৫-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৫০

শতভাগ পাসের রেকর্ড গড়লো এসকেএস স্কুল, জিপিএ-৫ প্রাপ্তিতে সেরা বয়েজ স্কুল

শতভাগ পাসের রেকর্ড গড়লো এসকেএস স্কুল, জিপিএ-৫ প্রাপ্তিতে সেরা বয়েজ স্কুল

নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে গাইবান্ধা সদর উপজেলায় এবার শতভাগ পাসের রেকর্ড গড়েছে এসকেএস স্কুল এ্যান্ড কলেজসহ তিনটি প্রতিষ্ঠান। এছাড়া জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় সেরা হয়েছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এসকেএস স্কুল এ্যান্ড কলেজে এবার মোট ৫২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে শতভাগ পাসসহ ২৮ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির হার ৫৩.৮৪ শতাংশ।

এদিকে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ২১৩ জন শিক্ষার্থীর মধ্যে ২১১ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ১৩৭ জন শিক্ষার্থী জিপি-৫ পেয়ে সেরা হয়েছে।

অন্যদিকে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় বসেছিল ২২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ১১ জন অকৃতকার্য হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ১২০ জন পরীক্ষার্থী। 

অপরদিকে শহরের আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজের ২৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৫ জন পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ১১১ জন শিক্ষার্থী।

 

বিয়াম ল্যাবরেটরি স্কুল, গাইবান্ধার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৪ জন পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ১৮ জন পরীক্ষার্থী। 

গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এ্যান্ড কলেজের ১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন কৃতকার্য হয়েছে। আর ১১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

এছাড়া সদর উপজেলার গিদারী উচ্চ বিদ্যালয় ও রহমতপুর মঞ্জুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। 

সাঘাটা প্রতিনিধি জানায়, সাঘাটায় শতভাগ পাসের রেকর্ড গড়েছে উপজেলার এসকেএস নূতনকুঁড়ি বিদ্যাপীঠসহ তিনটি প্রতিষ্ঠান। এর মধ্যে এসকেএস নূতনকুঁড়ি বিদ্যাপীঠ থেকে এবার এসএসসি পরীক্ষায় বসেছিল ৪৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে শতভাগ পাসসহ এ স্কুল থেকে ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস করা অন্য প্রতিষ্ঠান দুটি হলো- আমার দেশ রেসিডেনসিয়াল স্কুল ও কুন্দেপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad