Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-১০-২০২৩, সময়ঃ সকাল ১০:২৫

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

নিজস্ব প্রতিবেদক►

আজ সোমবার (২৩ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহানবমী। নবমী রাতে বিদায়ের ঘণ্টা বাজে মন্ডপে মন্ডপে। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব। এদিন দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে। দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয় নবমীকে। নবমীর রাত বিদায়ের আমোগ পরোয়ানা নিয়ে হাজির হয়।

জানা গেছে, ভক্তদের কষ্ট দূর করতে এ বছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে আর আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) দশমীর দিন বিদায় নেবেন একই বাহনে।

নবমীর দিনই পূজার শেষ হয়। তবে বিজয়া দশমীর দিনেও কিছু আনুষ্ঠানিকতা থাকে। বিজয়া দশমীতে দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হয়। এছাড়া সধবা নারীরা মত্ত হন সিঁদুর খেলায়। মুখ রঙিন করে হাসিমুখে মাকে বিদায় জানানোর জন্যই সিঁদুর খেলা।

অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে নবমীর পুণ্য তিথিতে বিশ্বে শুভ শক্তির আর্ভিভাব ঘটিয়েছিল দেবী দুর্গা। নবমী তিথি শুরু হয় সন্ধিপূজার মধ্যে দিয়ে। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট মিলে মোট ৪৮ মিনিটে পালিত হয় সন্ধিপূজা। এ সময় করা হয় দেবী চামুন্ডার পূজা। কল্পারম্ভ ও বিহিত পূজা পালন করা হয় নবমী তিথিতে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad