সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
সুন্দরগঞ্জ উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন, ব্রিজ ও রাস্তার নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে। শুক্রবার স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী করুনাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ কেটি হোসেন মাদ্রাসার, রামভদ্র স্কুলের একাডেমিক ভবন ও সোনারায় পার্কের মোড়, রাজিবপুর ডাংগির পাড়, মরুয়াদহ বিলাইজান খরার উপর ব্রিজ এবং ঝিনিয়া হেয়ারিং বন্ড রাস্তার নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার মো. মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা জাতয়ি পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক আবুল কাশেম, এমপির বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফিসহ উপজেলা ইউনিয়ন জাতয়ি পাটি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে একাডেমিক ভবন সমুহ নির্মিত হচ্ছে। এলজিইডি এবং ত্র্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ব্রিজ ও রাস্তার নির্মান কাজ হচ্ছে।