দিনাজপুর প্রতিনিধি ►
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আজ থেকে ১৪ বছর আগে ক্ষমতাসীন ৪ দলীয় জোট সরকারের আমলে দেশের শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাসী, জঙ্গি ও মাদকের রাজত্ব কায়েম হওয়ার কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনে ড.কুদরতি খুদা শিক্ষা কমিশন বাস্তবায়ন এবং শিক্ষার উন্নয়নকে সর্ব্বচ বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠ থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রাার অংশ গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন ।
প্রতিমন্ত্রী আরোও বলেন, এখন আর শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য কোথাও ধরনা দিতে হয় না, নিজ এলাকায় থেকেই ডিজিটাল পদ্ধতি এর মাধ্যমে শিক্ষার্থীরা ফরম পূরণ করে কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে। এই সরকারের আমলে শিক্ষার্থীদের ঝেেড় পড়ার হার নেই বললেই চলে। বিএনপি শিক্ষা ব্যবস্থা নিয়ে যতই মিথ্যাচার করুক না কেনো, জনগন তা কখনোই মেনে নেবে না। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের বই উৎসবের মাধ্যমে নতুন বই হাতে তুলে দিয়েছি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শতবর্ষী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের সঠিক ইতিহাস জেনে মানবিক গুণাবলী সম্বলিত আলোকিত মানুষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: কামরুজ্জামান, জেলা আওয়ামী সভাপতি সাবেক মন্ত্রী এ্যাড, মোস্তাফজুর রহমান ফিজার, জেলা আওয়ামী লীগের সাধারণ সমাপাদক আতাফুজ্জামান মিতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, ফুলাবাড়ি পৌরসভার মেয়র মোঃ মাহবুব আলম লিটন প্রমুখ
১৯২০ সালে গোলাম মোস্তফা হাই মাদ্রাসা হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তী সময় ১৯৫৮ সালে এটি গোলাম মোস্তফা(জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে রূপান্তর হয়। ২০২০ সালে বিদ্যালয়টির ১০০ বছর পূর্ণ হয়। এ উপলক্ষে শতবর্ষপূর্তি উৎসবের প্রস্তুতি হিসেবে শতবর্ষ উদ্যাপন কমিটি গঠন করা হয়। করোনা মহামারির কারণে দুই বছর পিছিয়ে এই উৎসব।