নিজস্ব প্রতিবেদক ►
আজ (৩ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে জুম বাংলাদেশ স্কুল প্রাঙ্গণে স্কুলের শিক্ষার্থীদের জন্য শীতের উপহার বিতরণ করেন ১৯৮০ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের সংগঠন গোল্ডেন ৮০'স গাইবান্ধা।
শীতের উপহার ব্যাগে ছিলো লোশন, সাবান, টুথপেস্ট, জুস, বিস্কুট। উপহার পেয়ে শিশুরা অনেক আনন্দিত। এ সময় উপস্থিত ছিলেন গোল্ডেন ৮০'স গাইবান্ধা'র সদস্য খলিলুর রহমান, সাজেদুল হক নান্টু, শামসুল হক, মোস্তফা নুরুল ইসলাম, ইমতিয়াজ এলাহী লিবন, আশরাফুল ইসলাম জুয়েল, শিরিন আক্তার, আশরাফুল ইসলাম, শাহানা ইয়াসমিন লাকি, জুম বাংলাদেশ এর সমন্বয়ক মো. মেহেদী হাসান, জুম বাংলাদেশ স্কুলের শিক্ষক নোশিন তারান্নুম, শারমিন আক্তার, সজিব হোসেন, সুরমিলা নদী, ভলান্টিয়ার সাকু মিয়া প্রমুখ।