গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ ►
গোবিন্দগঞ্জের মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। প্রথম ধাপেই মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করার কথা থাকলেও করোনা সহ নানা কারণে দুই বছর পিছিয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। তবে অবকাঠামো নির্মাণ হলেও এখন চলছে বিদ্যুৎ সংযোগ, লাটিং এসি লাগানো এবং দেয়াল ও বিভিন্ন কক্ষে সাজসজ্জার কাজ। এসব সম্পন্ন হলেই নামাজের জন্য উন্মোক্ত করা হবে। সব ঠিকঠাক থাকলে আগামী ১৮ এপ্রিল এই মডেল মসজিদটি উদ্বোধণের পর খুলে দেয়া হবে।
জানা গেছে, প্রায় ১৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিক নির্মাণশৈলী ও নান্দনিক ডিজাইনে গোবিন্দগঞ্জের কুঠিবাড়িতে উপজেলা পরিষদ চত্বরের মতিঝিলের পাড়ে এটি নির্মিত হচ্ছে। তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মডেল মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হলে এক সাথে ৮শ’ থেকে ১ হাজার’ মুসল্লি নামাজ আদায়ের করতে পারবেন।
এ ছাড়াও নারীদের আলাদা ওজু ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। নারী ও পুরুষের নামাজ আদায় ছাড়াও থাকছে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামি গবেষণা ও দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, নারী ও হজ যাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, অতিথিশালা, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা এছাড়া রয়েছে ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস এবং সুবিশাল গাড়ি পার্কিংয়ের সুবিধা।
মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এরই অংশ হিসেবে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ বাস্তবায়িত করেছে সরকারের গণপূর্ত অধিদপ্তর।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন জানান, গোবিন্দগঞ্জে মডেল মসজিদের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৮ এপ্রিল এই মসজিদটি উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। উদ্বোধনের পরপরই ধর্মপ্রাণ মুসলমানদের নামাজের জন্য এ মসজিদের দ্বার খুলে দেয়া হবে। ইতিমধ্যে জনবল নিয়োগের কাজ চলমান রয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে দৃষ্টিনন্দন অত্যাধুনিক মডেল মসজিদ নির্মাণ করে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই মডেল মসজিদ ধর্মপ্রাণ মুসলমানসহ গোবিন্দগঞ্জ বাসীর জন্য শেখ হাসিনার উপহার।