নিজস্ব প্রতিবেদক►
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ করেছে বাংলাদেশ নারী আন্দোলন। সংগঠনটির জেলা শাখার উদ্যোগে আজ (শনিবার, ৮ মার্চ) বেলা ১১টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা শোষণ-নির্যাতন-বৈষম্যের বিরুদ্ধে নারীদের জেগে ওঠার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ নারী আন্দোলনের জেলা নেতা শিক্ষক আফরোজা বেগম লিলি, পারুল বেগম, সুন্দরগঞ্জ ডিগ্রি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ নারীমঞ্চের সভাপতি অধ্যাপক নাসরিন সুলতানা রেখা, কবি মমতাজ বেগম রেখা, কবি মোর্শেদা বেগম, রেসকিউ ফোর্স গাইবান্ধার সমন্বয়ক রুদ্রনীল। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সবুজ মিয়া, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম বাবু, এডভোকেট কাশেম ইয়াসবীর ও সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু।
বক্তরা বলেন, ১৮৫৭ সালে আমেরিকার নিউইয়র্ক শহরে নারীদের অধিকার আদায়ের যে লড়াই শুরু হয়েছিলো তা এখনো শেষ হয়নি। সারাদেশে অব্যাহত নারী-শিশু-নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে; যা চূড়ান্তভাবে আইন-শৃঙ্খলার অবনতি এবং নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। এরকম অনিরাপদ পরিবেশ ও ক্রমাগত আইন-শৃঙ্খলার অবনতিতে নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা সারাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান-মাজারসহ ভিন্ন চিন্তার মানুষের বাড়ি-ঘরে হামলা, লুটপাট এবং নারীদের স্বাভাবিক চলাফেরায় বাধা প্রদানসহ ক্রমাগত নারী বিদ্বেষী মনোভাব ছড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়ে মৌলবাদী গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহবান জানান।