Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৮-২০২৩, সময়ঃ সকাল ১০:৪৮

শ্রম আইন লঙ্ঘনে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে

শ্রম আইন লঙ্ঘনে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে

মাধুকর ডেস্ক►

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তাঁর বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বিভাগ আজ রবিবার (১৯ আগস্ট) এই আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এই প্রসঙ্গে বলেন, আদালতের এই আদেশের ফলে বিচারিক আদালতে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা চলতে আর বাধা নেই।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠনের প্রশ্নে ৮ আগস্ট রুল খারিজ করে হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন ড. ইউনূস। গত ৬ জুন ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার শ্রম আদালত। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এই মামলা করে। গ্রামীণ টেলিকমে শ্রমিকদের কল্যাণ ফান্ডের লভ্যাংশ না দেওয়া, গণছুটি নগদায়ন না করা, চাকরি স্থায়ীকরণ না করার অভিযোগে মামলাটি হয়।

এই মামলার অপর তিন বিবাদী হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। মামলায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad