Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৫-২০২৪, সময়ঃ সকাল ১১:০৩

সময়ের আলোর মাস সেরা জেলা প্রতিনিধি হলেন গাইবান্ধার রোমেল

সময়ের আলোর মাস সেরা জেলা প্রতিনিধি হলেন গাইবান্ধার রোমেল

নিজস্ব প্রতিবেদক

দৈনিক সময়ের আলো পত্রিকায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি মাসে সেরাদের নির্বাচিত করা হয়। এরই ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে চার ক্যাটাগরিতে রিপোর্টিং বিভাগ, ফটো সাংবাদিক বিভাগ, বিজ্ঞাপন বিভাগ ও জেলা প্রতিনিধিসহ চার জনকে মাস সেরা নির্বাচিত করা হয়েছে। যাদেরকে বলা হয়ে থাকে সময়ের আলোর ‘বেস্ট অব দ্য মান্থ’।

এতে এপ্রিল মাসের সেরা জেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন গাইবান্ধা জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল। এছাড়া পত্রিকাটির সিনিয়র ক্রাইম রিপোর্টার এস এম মিন্টু হোসেন, ফটো সাংবাদিক আবদুল হালিম ও বিজ্ঞাপন বিভাগের সিনিয়র নির্বাহী কর্মকর্তা খন্দকার রাশেদুজ্জামানকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১১ মে) বিকেলে সাপ্তাহিক সভায় এপ্রিল মাসে চার বিভাগের ওই চার জনকে সময়ের আলোর বেস্ট অব দ্যা মান্থ ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে চার জনের হাতে মাস সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসাবে সময়ের আলো কর্তৃপক্ষের আর্থিক সম্মানি এবং বই কেনার অনলাইন প্লাটফর্ম ‘রকমারি ডট কম’ এর পক্ষ থেকে গিফট কুপন দেওয়া হয়।

এ সময় সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ ও ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়, নগর সম্পাদক শাহনেওয়াজ, হেড অব নিউজ আলমগীর হোসেন, হেড অব মার্কিটিং কামরুল হাসান, সার্কুলেশন ম্যানেজার মো. মোকাদ্দেস হোসাইন ও ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার এমএকে জিলানি উপস্থিত ছিলেন।

এবারই প্রথমবারের মত সময়ের আলোর জেলা ও উপজেলা পর্যায়ে বেস্ট অব দ্য মান্থ ঘোষণা করা হয়। প্রথমবারের মত গাইবান্ধা জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল বেস্ট অব দ্য মান্থ নির্বাচিত হন। তিনি ২০১৯ সাল থেকে সময়ের আলোর গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। বিভিন্ন সময়ে তার নানামুখী প্রতিবেদন সময়ের আলোকে সমৃদ্ধ করেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad