মাধুকর ডেস্ক►
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, গ্যাস বিদ্যুৎসহ সকল নিত্যপণ্যের দাম কমানো, সামরিক রেটে পূর্ণাঙ্গ রেশনিং পদ্ধতি চালু এবং ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান ইজিবাইক চালকদের লাইসেন্স প্রদানসহ সাত দফা দাবিতে রবিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বাসদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ব্রিজ রোড এবং ২ নং রেল গেইট এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোতে বক্তব্য দেন বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগঠক আফরোজা আব্বাস, ইজিবাইক চালক ফারুকুল ইসলাম প্রমুখ।
বাসদ নেতা গোলাম রব্বানী বলেন, বর্তমান আওয়ামী সরকার জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই সরকার চরমভাবে ব্যর্থ। মুনাফাখোর সিন্ডিকেট এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্হা গ্রহণে অক্ষম এই সরকারের আমলে সাধারণ শ্রমজীবী মানুষসহ মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত মানুষ তাঁদের প্রয়োজনীয় খাবারটুকু কিনতে পারছে না।
তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের মতে, দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ১২ কেটি মানুষ প্রয়োজনীয় খাবার কিনে খেতে পারছে না। দিনে দিনে মানুষ দরিদ্র থেকে অতি দরিদ্র হচ্ছে।
বক্তারা অবিলম্বে সাইবার সিকিউরিটি আ্যক্ট বাতিল এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের জেলা সরকারি হাসপাতালে বিনা খরচে পরীক্ষা ও চিকিৎসার দাবি জানান। একই দাবিতে এর আগে সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পুলবান্দী বাজার এবং লক্ষ্মীপুর ইউনিয়নের চৌরাস্তা ও আমান বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।