Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৪৯

সাংবাদিক আবু জাফর সাবু স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক আবু জাফর সাবু স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক►

প্রয়াত সাহিত্যিক ও সাংবাদিক আবু জাফর সাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার স্মরণে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে আজ বুধবার (৩০ আগস্ট) সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে.এম রেজাউল হক। আলোচনায় অংশ নেন গাইবান্ধা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি দীপক কুমার পাল, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম, নির্বাহী সদস্য রজতকান্তি বর্মন, খায়রুল ইসলাম, সাধারণ সদস্য রেজাউল হক মিতা, মরহুমের ছেলে সাংবাদিক আবু কায়সার শিপলু, অতিথিদের মধ্যে সাংস্কৃতিক কর্মী কামরুজ্জামান চান, কবি সোহেল রানা প্রমুখ।

স্মরণ সভায় আলোচকরা প্রয়াত সাংবাদিক আবু জাফর সাবুর কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, আবু জাফর সাবু ২০২১ সালের ২৯ আগস্ট অসুস্থজনিত কারণে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad