Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:১৯

সাংবাদিক নাদিমের কবর জিয়ারতে বিএনপির মিডিয়া সেল

সাংবাদিক নাদিমের কবর জিয়ারতে বিএনপির মিডিয়া সেল

মাধুকর ডেস্ক ►

বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও বকশীগঞ্জ উপজেলা প্রেসকাবের সদস্য গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির মিডিয়া সেল। রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামে নাদিমের বাড়িতে যান। সেখানে তারা নাদিমের কবর জিয়ারত করেন এবং তার বাবা-মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন। প্রতিনিধি দল এসময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দেয়।

এসময় বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জামালপুর প্রেসকাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাংবাদিক নাদিমের বাবা আব্দুল করিম, বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃৃবৃদ উপস্থিত ছিলেন। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad