Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৭

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুরে জামালপুর বাংলানিউজ ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদেও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন।

আজ সোমবার (১৯ জুন)  সকাল ১১ টায় শহরের মডার্ণ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার পিছনে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে দ্রুতবিচার আইনের আওতার এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এছাড়াও আগামী সাধারণ নির্বাচনের আগে সাগর-রুনি হত্যার বিচারসহ দেশে বিভিন্ন ঘটে যাওয়া সাংবাদিকদের উপর নির্যাতন ও খুনের বিচার করতে হবে। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবী জানানো হয়। 

বক্তারা বলেন, আমরা দেখে আসছি- অপরাধীদের বিরুদ্ধে চার্জশীট দিতে তদন্তকারী কর্মকাদের এত হাত কাপে কেন? আইন প্রয়োগকারী সদস্যের চেয়ে কি অপরাধীরা বেশি শক্তিশালী ? আমরা দেখতে চাই- যারা সাংবাদিকদের হত্যা করেছে, সাংবাদিকদের সন্তানদের এতিম করেছে তাদের এই সরকারের আমলেই বিচার হয়েছে।

মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সাবেক সহ-সভাপতি ও দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ। 

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আটিষ্টের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সাবেক যুগ্ম মহাসচিব  কামরুল হুদা হেলাল, আজকের প্রতিভার বার্তা সম্পাদক আব্দুর রহমান, গবেষক ও কলামিস্ট আজহারুল আজাদ জুয়েল, ডিবিসি’র মোর্শেদুর রহমান, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি এমদাদুল হক মিলন, ইউনিয়নের কোষাধ্যক্ষ ও মাছরাঙ্গা টিভি’র রেজাউল করিম রঞ্জু, দৈনিক তিস্তার ইমরুল কায়েস রুপম, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনিসুল হক জুয়েল, দীপ্ত টিভি’র সুলতান মাহমুদ, বিটিভি’র মোফাচ্ছিরুল রাশেদ মিলন, নাগরিক টিভি’র আবুল কাশেম, কালবেলা’র তনুজা শারমীন, দেশ রুপান্তর এর কুরবান আলী প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন ২০২৩) ১০ টার দিকে মোটরসাইকেলে যোগে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জ বাজারের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত  সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad