Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-২-২০২৪, সময়ঃ সকাল ১০:৩৩

সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ আজ

সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ আজ

মাধুকর ডেস্ক►

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘ এই সময়েও সাংবাদিক দম্পতির হত্যার রহস্য থেকে গেছে অজানা।

এই সময়ের মধ্যে একাধিক সংস্থার হাত বদলে আদালত থেকে ১০৫ বার সময় নেয়া হলেও শেষ হয়নি তদন্ত। দাখিল হয়নি প্রতিবেদন। 

সর্বশেষ গত ২৩শে জানুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন আগামী ২৭শে ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

এই হত্যার প্রতিবাদে আজ রোববার (১১ ফেব্রুয়ারি) ডিআরইউ চত্বরে প্রতিবাদ সমাবেশ ডেক দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 

উল্লেখ্য ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পরদিন রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad