Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৭-২০২৫, সময়ঃ রাত ০৮:১২

সাঘাটা থানায় পুলিশের ওপর হামলাকারী নিহত যুবকের পরিচয় শনাক্ত

সাঘাটা থানায় পুলিশের ওপর হামলাকারী নিহত যুবকের পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার সাঘাটা থানার এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে অস্ত্র ছিনতাইয়ের চেষ্টার পর ব্যর্থ হয়ে পুকুরে ঝাঁপ দিয়ে নিহত অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতের নাম সিজু মিয়া (২১)। তিনি গাইবান্ধা সদর উপজেলার বাগুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।

আজ (শুক্রবার, ২৫ জুলাই) বেলা ৩টার দিকে সাঘাটা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ড।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে সাঘাটা থানার পেছনের পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টা ৪০মিনিটে সাঘাটা থানায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা লিটন মিয়ার কাছে আসেন সিজু মিয়া। তিনি হারিয়ে যাওয়া মোবাইল ফোন নিয়ে সাধারণ ডাইরি (জিডি) করার কথা বলেন।

“এ সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা সিজুকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের আইএমই, মডেল, নম্বরসহ ইত্যাদি জিজ্ঞাসা করেন। কিন্তু তিনি বলতে পারেননি। এক পর্যায়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষার পর থানা থেকে বের হয়ে যান সিজু।”

বিদ্রোহ কুমার বলেন, “পরে রাত ১০টার দিকে সিজু ছুরি হাতে সাঘাটা থানায় প্রবেশ করেন। তিনি প্রথমে পুলিশ কনস্টেবল সেরাজুল ইসলামের কাছে থাকা রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি দেখে থানার এএসআই মহসিন আলী বাধা দিলে তার মাথা ও হাতে ছুরিকাঘাত করে দৌড়ে থানার পেছনের পুকুরে ঝাঁপ দেন সিজু।

“পরে পুলিশ ও স্থানীয়রা পুকুরে তল্লাশি চালালেও তাকে আর খুঁজে পায়নি। সকাল সোয়া ৯টার দিকে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেন।”

তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ওই যুবককে আটক করা সম্ভব হলো না কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “তাকে ধরার চেষ্টা করা হয়েছে কিন্তু হাতে থাকা ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা করায় সম্ভব হয় নাই।”

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad