সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০ নং বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা প্রস্তাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার, ১৬ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ্যাসিল্যান্ড মনোরঞ্জন বর্মনের উপস্থিতিতে অনাস্থা ভোটে পরিষদের ১২ জন সদস্য ভোট প্রদান করেন। এর মধ্যে চেয়ারম্যান স্বপনের পক্ষে মাত্র ৩ জন সদস্য ভোট প্রদান করেন। বাকী ৯ জন সদস্যই অনাস্থার পক্ষে ভোট প্রদান করেন।
চেয়াম্যানের (বিরুদ্ধ) অনাস্থার যে সব সদস্য ভোট দেন তারা হলেন- ১, ২ ও ৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কমেলা বেগম, ৩, ৪ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য শাহানা বেগম, ৬, ৭ ও ৮ নং ওয়র্ডের মহিলা সদস্য রাহেলা বেগম এবং ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য একরামুল হক, ৩ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সদস্য ইব্রাহীম আলী, ৬ নং ওয়ার্ড সদস্য আফতাব আলী, ৭ নং ওয়ার্ড সদস্য রব্বাণী এবং ৮ নং ওয়ার্ডের সদস্য শাহ মো: মারুফ মিয়া।
এ সময় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে প্রতিনিধি এস আই আলম বাদশা, বাপ্পি কুমার, ইউপি সচিব আব্দুল মোত্তালিব আকন্দ, সহকারী সচিব মাহবুবর রহমান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সাথে কথা হলে তিনি বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠানের বিষয়টি স্বীকার করে বলেন, অনাস্থার পক্ষে ৯ জন্য এবং বিপক্ষে ৩ জন সদস্য ভোট দিয়েছেন । এ প্রতিবেদন মন্ত্রাণালয়ে পাঠানো হবে। সেখানেই এর রায় হবে।
উল্লেখ্য, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ৯ জন ইউপির সদস্য ২০২৩ সালের ৩০ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে আনাস্থা জানান।