সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনয়নের বলিযার বেড় গ্রামে কয়েলের আগুনে আব্দুস সালাম (৫৫) নামের এক কৃষকের গোয়ল ঘরে থাকা একটি গরু,২ টা ছাগল,৫০টি রাজহাঁস প্রায় ২ শতাধিক কবুতর পুড়ে মারা গেছে। এছাড়া ৬ টি গরু,৩টি ছাগল,২ টি ভেড়া পুড়ে আহত হয়েছে।
এসময় গোয়াল ঘরের গরু-ছাগল উদ্ধার করতে গিয়ে সালামের স্ত্রী সিরিনা বেগম (৫০) গুরুতর ভাবে আহত হয়েছে। আহত সিরিনা বেমকে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার আশঙ্কা জনক হলে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা তার চিৎকার শুনে ৯৯৯ নম্বারে এ ফোন করলে কিছু ক্ষণ পরে সোনাতলা ফায়ার সার্র্ভিস কর্মীরা পৌঁছার আগেই সমস্ত গোয়াল ঘরটি পুড়ে যায়। এতে কৃষক আব্দুস সালামের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। স্থানীয় ইউপি চেয়াম্যান শাহিনুর ইসলাম সাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।