সাঘাটা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে অগ্নিকান্ডে ৬টি বসত ঘর পড়ে ভষ্মিভুত হয়েছে। এতে ৬ পরিবারের কম পক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়, উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা বাড়িতে হঠাত করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গত বুধবার দিবাগত রাতে হঠাৎ করে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে সাইফুল, ইন্তাজ আলী, মোমিন, মুকুল, রোস্তম ও রুবেলের ৬ জনের বসত ঘর ও ঘরের মধ্যে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ভস্মিভুত হয়। ওই ৬ পরিবারে কমপক্ষে ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়।
পর দিন সংবাদ পেয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের তাৎক্ষণিক কিছু সহায়তা দেয়া হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্থ পরিবারদের পুর্ণবাসনের সহায়তা করা হবে।