Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩১

সাঘাটায় জমি নিয়ে বিরোধে কলেজ শিক্ষকসহ ৩ জন আহত

সাঘাটায় জমি নিয়ে বিরোধে কলেজ শিক্ষকসহ ৩ জন আহত

সাঘাটা প্রতিনিধি ►

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কৈচরা গ্রামে জমি নিয়ে বিরোধে গত মঙ্গলবার প্রতিপক্ষের হাতে বোনারপাড়া সরকারী কলেজের একজন শিক্ষকসহ একই পরিবারের চাচা-ভাতিজা ৩ জন আহত সহ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আহতরা হলেন কৈচড়া গ্রামের বাসিন্দা ও বোনারপাড়া সরকারী কলেজের শিক্ষক মাসুদুর রহমান মানিক, ওই শিক্ষকের ছোট ভাই মিজানুর রহমান ও চাচা আতাউর রহমান । তাদের তিনজনকেই সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার কৈচড়া মৌজায় বসতবাড়ির ২ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক মাসুদুর রহমান মানিক মিয়ার পরিবারের সাথে  প্রতিবেশী নয়ন মিয়ার পরিবারের বিরোধ চলে আসছিলো। উক্ত জমি কলেজ শিক্ষক মানিক মিয়ার পরিবারের কাছ থেকে নিজেদের দখলে নেয়ার জন্য দফায় দফায় পায়তারা চালায় এবং নানা ভাবে ভয়ভীতি প্রদর্শনসহ  থাকে  প্রতিপক্ষ নয়ন মিয়ার পরিবার।

এমতাবস্থায় বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকাকালীন গত মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের নয়ন মিয়ার পরিবার লোকজন লাঠি-সোঠা ও স্থানীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে ওই জমি দখল করতে গেলে কলেজ শিক্ষকস মানিকহ তার পরিবারের লোকজন বাধা দিলে নয়ন ও তার লোকজন তাদের ওপর হামলা করে। এতে সরকারী কলেজ শিক্ষক মাসুদুর রহমান মানিক,মিজানুর রহমান ও আতাউর রহমানসহ তিনজন আহত হয়।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad