সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মামুনুর রশিদের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জিহাদ হাসান সাগর, আনিসুর রহমান, সাদিকুর রহমান, ইখতিয়ার আহমেদ সুজন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি নিয়মনীতির কোন তোয়াক্কা না করে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মামুনুর রশিদ দালালদের নিয়ে সিন্ডিকেট তৈরি করে নানা অনিয়ম দুর্নীতি করে আসছে। তার দুর্নীতির দোসর একজন অসাধু ডিলারের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দকৃত খাদ্যশস্য ভোক্তাদের মাঝে বিতরণ না করে ভুয়া মাস্টাররোল ও টিপসইয়ের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন তারা।
এ ব্যাপারে কথা হলে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মামুনুর রশিদ তাঁর বিরুদ্ধে আনা অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, মালামালের ডিও এখনো দেওয়াই হয়নি। অনিয়মটা কিভাবে হবে ? এ ব্যাপারে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার ইসহাক আলী মুঠোফোনে বলেন, অফিসিয়াল কাজে গাইবান্ধা জেলা শহরে আছি। তবে মানববন্ধনের কথা শুনেছি। সবকিছু জেনে ঘটনার বিষয়ে পরে জানাবো।