Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৪৯

সাঘাটায় দেবত্তর জায়গায় সরকারি ঘর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি

সাঘাটায় দেবত্তর জায়গায় সরকারি ঘর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি

সাঘাটা প্রতিনিধি ►

দেবদত্তর সম্পতিতে মন্দিরের জায়গায় সরকারি ঘর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের জন্য লিখিত দাবি জানিয়েছে গাইবান্ধার সাঘাটায় হিন্দু ধর্মাবলম্বী শতাধিক পরিবার। উপজেলার চকচকিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলা মুক্তিনগর ইউনিয়নের চকচকিয়া গ্রামে দেবদত্ত ১৬ শতক জমিতে সাম্প্রতিক উপজেলা প্রশাসন সরকারি ঘর নির্মাণের লক্ষে উক্ত স্থানে মাটি ভরাট করতে থাকে। বিষয়টি স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী লোকজনের মধ্যে জানাজানি হলে তারা মাটি ভরাট কাজে বাধা দেয়। পরে সরকারি ঘর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে লিখিত আবেদন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। 

স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী সুশীল চন্দ্র পালসহ অনেকেই জানান, এ জায়গায় তাদের পূর্বপুরুষের ছিলো তারা দেবত্তর নামে দিয়েছেন। এখানে পুর্বপুরুষেরা চরকপুজা করতো। বর্তমানে চরকপুজার প্রচলন না থাকায় এখন আর চরক পুজা হয়না। তবে মন্দির এখনো আছে স্থানীয় তিন পাড়ায় দুই শতাধিক পরিবার রয়েছে এরা সবাই এই মন্দিরে সবসময় পূজাঅর্চনা করে। এই মন্দিরের জায়গায় সরকারি ঘর নির্মাণ হলে এখানে অন্য ধর্মের লোকজন বসবাস করবে এতে পূজাঅর্চনার বিঘœ ঘটবে। তাই আমরা সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছি। 

সাঘাটা উপজেলা পূজাউদ্যাপন কমিটির সভাপতি গৌতম চন্দ বলেন, জায়গাটি চরকপূজার নামে ছিলো, এখনো হিন্দুরা যেহেতু পূজা করে সেখানে সরকারি ঘর করা ঠিক হবে না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু এলাকার লোকজনের আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, দেবত্তর এর জায়গা আগে থাকলে থাকতে পারে বর্তমানে জায়গাটি খাস হয়েছে। একারণে সরকারি ঘর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এলাকার লোকজন না চাইলে উদ্ধর্তন কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad