সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামের রায়হান মিয়ার স্ত্রী ববিতা বেগম নিজ বাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে স্বামী রায়হান মিয়া আহত হয়। তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরের পর পাকুড় তলা গ্রামের রায়হান মিয়া তার স্ত্রীকে নিয়ে নতুন ধানের চাল ফ্যানের সাহায্যে পরিস্কার করার সময় বিদ্যুৎ এর তার শখ হয়ে স্ত্রী শরীরে স্পর্শ হলে সেখানে তার মৃত্যু হয়। তার স্ত্রী ববিতা বেগম কে বাঁচানোর জন্য স্বামী ছুতে গেলে তারও অবস্থা খারাপ হয় এবং সে বেহুশ হয়ে যায়।
তার আশেপাশে বাড়ীর লোকজন খবর পেয়ে তাদের দুজনকে হাসপাতালে নিলে সেখানে তার স্ত্রীকে মৃত্যু ঘোষণা করেন ডাক্তার। এ ঘটনাকে কেন্দ্র করে সারা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি রাজু সরকার।