সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়েছে।
ইউএনও মোঃ ইছাহাক আলী সভাপতিত্বে বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, আ’লীগ সভাপতি এ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু প্রমূখ।
২০২২-২০২৩ অর্থ বছরে ফরিফ-২, ২০২৩-২০২৩ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।