সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ -মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীরমুক্তিযোদ্ধা দেরকে সংবর্ধনা, ও আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম এ্যাড. সামশীল আরেফিন টিটু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি হায়দার আলী, সাঘাটা থানা অফিসার ইনচার্জ রাজু সরকার,উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।