Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৬

সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ

সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ

সাঘাটা প্রতিনিধি ►

গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের ১০ টি পরিবারের জমি অধিগ্রহন না করেই রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক ভূমিমালিকদের বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগ করা হয়েছে। 

জানা যায়, সাঘাটা উপজেলার বাঙ্গালী নদীর উপর এলজিইডি কর্তৃক ব্রীজ নির্মাণ কাজ শুরু করা হয়। উক্ত ব্রীজের কাজের জায়গায় ১০/১২টি পরিবারের রেকর্ডভুক্ত জমি পরে। এসব জমি অধিগ্রহন না করেই ঠিকাদার কর্তৃক জোরপূর্বক কাজ শুরু করলে এতে ক্ষতিগ্রস্থ উল্লেখিত জমির মালিকরা বাধাঁ প্রদান করেন। এদিকে ঠিকাদার ক্ষুব্দ হয়ে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে থানায় একটি চাদাঁবাজির অভিযোগ করেন। এ ব্যাপারে সুষ্ঠু বিচারের দাবিতে এলাকাবাসীর পক্ষে আসাদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি আবেদন করেছেন।

বাঙ্গালী নদীর তীরবর্তী দিনমজুর নয়া মিয়া জানান, ব্রীজ নির্মাণ কাজে আমার বাড়িঘর পড়লে সংশ্লিষ্ট কাজের ইঞ্জিনিয়ার ও  ঠিকাদার বাড়ি ভেঙ্গে দিতে চায়। এতে আমি অস্বীকৃতি জানাই, এমতবস্থায় আমার ঘরবাড়ি স্থানান্তর ও নিমার্ণ করার জন্য প্রতিশ্রুতি দিলেও অধ্যবধি তারা তা রক্ষা না করে বিভিন্ন তালবাহানা শুরু করেছে। বর্তমানে আমি চরম মানবেতর জীবনযাপন করছি।

এ ব্যাপারে সাঘাটা থানা অফিসার ইনচার্জ রাজু আহমেদ জানান, ঠিকাদার কর্তৃক অভিযোগ পাওয়া গেছে, তবে ক্ষতিগ্রস্থ পরিবারদের ব্যাপারটি বিবেচনা করার বিষয় রয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad