আসাদুজ্জামান খন্দকার (সাঘাটা) গাইবান্ধা►
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অজ্ঞাত মধ্যবয়সী (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বোনারপাড়া রেলওয়ে পুলিশ।
আজ (শনিবার, ২৫ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার টেপা পদুমশহর গ্রামের সন্যাসদহ রেলব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই ব্যক্তিকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায়।
সাঘাটার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, মরদেহটির মাথার পেছনে আঘাতের দাগ রয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।