সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►
সাঘাটায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (২৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
উপজেলা নির্বাহী অফিসার মো. এছাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আ.ফ.ম. আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামসিল আরেফিন টিটু ও সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সংসদ সদস্য রিপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বজনিন পেনশন স্ক্রীম সাধারণ মানুষের ভবিষ্যত নিরাপত্তা নিশ্চিত করবে।