সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার পাঠান পাড়া গ্রামে তিন শিশুকে যৌন নিপীড়নকারী আসামী আব্দুল কাফির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার গাইবান্ধা শহরের পলাশবাড়ি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসি ও সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, কমিউনিষ্ট পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, নিজেরা করি সংস্থার রাজশাহী বিভাগীয় সমনম্বয়ক মামুন অর রশিদ মামুন, সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।
এর আগে সকালে একই দাবিতে সাঘাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও কচুয়া হাট উদয়ন স্বাবলম্বী সংস্থার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।