Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৮-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৩

সাঘাটায় ৭ জুয়ারু গ্রেফতার 

সাঘাটায় ৭ জুয়ারু গ্রেফতার 

সাঘাটা প্রতিনিধি►

সাঘাটায় অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে জাঙ্গালিয়া গ্রাম থেকে ৬ জন জুয়ারুকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার কৃত জুয়ারুরা হলেন- উপজেলার কামালের পাড়া ইউনিয়নের জঙ্গলে গ্রামের ধলু ব্যাপারীর ছেলে  বাদশা মিয়া, রাজা মিয়ার ছেলে  আব্দুল আজিজ, আঃ বারী মিয়ার ছেলে  ফরিদুল ইসলাম, করম আলী ব্যাপারীর ছেলে সিরাজুল, মৃত মমতাজ আলীর ছেলে  জাহিদুল ইসলাম,মৃত হালিম মন্ডল এর ছেলে  নুর নবী মিয়া ও আব্দুল গফফার এর ছেলে  জিয়ারুল ইসলাম।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ আর রাকিব হাসান জানান,  জাঙ্গালিয়া গ্রামের  জনৈক আব্দুল আজিজ এর দক্ষিন দুয়ারী টিনের ঘরের ভিতর থেকে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় আসামীদের দেহ তল্লাশী ও জুয়া খেলার আসর হইতে আলামত হিসেবে ২ বান্ডিল তাস, চটের বস্তা, নগদ ১৪ হাজার  টাকা  উদ্ধার করে জব্দ করা হয়। আজ শুক্রবার (১১ আগস্ট) আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে তাদের জেলা যদি প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad