সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছাঃ রোকছানা বেগম। বক্তব্য রাখেন।
কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায়, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, ইদিলপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সাদুল্লাপুর সরকারী কলেজের প্রতিনিধি প্রভাষক মাহমুদুল হক মিলন, সাদুল্লাপুর কে এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি মোস্তাফিজার রহমান ফারুক, নাগরিক কমিটির সভাপতি এবিএম হান্নান মন্ডল পিন্টু প্রমূখ। সভায় সাদুল্লাপুর উপজেলা শহরের যানজটসহ বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা হয়।