সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সাহারিয়া খাঁন বিপ্লবের বিরুদ্ধে সাইদুর রহমান নামে এক সাবেক ইউপি মেম্বারকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তিনি ( সাইদুর রহমান ) সাদুল্লাপুর প্রেসক্লাব এর সদস্য । এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী সাংবাদিক সাইদুর রহমান বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এরআগে গত রোববার (১৮ জুন) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদের মোড়ের খাদ্য গুদামের সামনের সড়কে এই ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে উপজেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে। ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সাদুৃল্লাপুর প্রেসক্লাব।
ভুক্তভোগী সাংবাদিক সাইদুর রহমান বলেন, রোববার রাতে মোটরসাইকেলেযোগে কলোনী মোড়ে যাওয়ার সময় তার গতিরোধ করেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। মোটরসাইকেল নিয়ে পিছন থেকে আসা বিপ্লব তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে কিল-ঘুষি ও লাথি মারেন। শুধু তাই নয়, তিনি আমাকে দেখে নেয়াসহ বিভিন্ন হুমকি-ধামকি দেন। ঘটনা দেখে স্থানীয়রা এগিয়ে আসলে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বিপ্লব।
সাংবাদিক সাইদুর রহমান আরও জানান, কি কারণ এবং কোন জেরে চেয়ারম্যান বিপ্লব তাকে লাঞ্চিত করেছে, তা জানা নেই। তবে বিপ্লবের এই ঘটনা পরিকল্পিত বলে দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা করছি। আমার শুভাকাঙ্খি ও সংগঠনের কয়েকজন আলোচনার চেষ্টা চালাচ্ছে।
সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম জানান, অভিযোগটি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সাদুল্লাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক খোরশেদ আলম এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত চেয়ারম্যান বিপ্লবের বিচার দাবি করেন তিনি।