Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৭

সাদুল্লাপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে যৌথ সভা অনুষ্ঠিত

সাদুল্লাপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে যৌথ সভা অনুষ্ঠিত

সাদুল্লাপুর প্রতিনিধি ►

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে সাদুল্লাপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে আজ মঙ্গলবার এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম। 

বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রবিউল হাসান, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সাবেক সভাপতি শাহজাহান সোহেল, ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল), আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম, নাগরিক কমিটির আবুল বাসার পিন্টু, ভূমিহীন নেতা কামরুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম বলেন, সাদুল্লাপুর উপজেলার ‘ক’ শ্রেণির ভূমিহীন-গৃহহীন ৭৫০ পরিবারকে জমি বন্দোবস্ত দিয়ে পুনর্বাসন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। সেটি ইতোমধ্যে অর্জন হতে যাচ্ছে। এখন মাত্র ২৩১টি পাকা ঘর হস্তান্তর প্রস্তুতি চলছে। এসব হস্তান্তর করা হলে এই উপজেলায় আর কোন ভূমিহীন ও গৃহহীন পরিবার থাকছে না।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad