Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৫-২০২৫, সময়ঃ সকাল ১০:১৬

সাদুল্লাপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সাদুল্লাপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আম পাড়তে টিনের ঘরের চালে উঠে বিদ্যুৎ সরবরাহ লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বেঞ্জু গাছু (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। 

সোমবার (২৬ মে) বিকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বজরুক মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত বেঞ্জু গাছু ওই গ্রামের ছেলে। 

স্বজন ও এলাকাবাসী জানান, সোমবার বিকেল ৪টার দিকে বেঞ্জুর গাছু তাঁর নিজ বাড়িতে আম পারতে ঘরের টিনের চালে উঠেন। আম পারার এক পর্যায়ে ওই ঘরের উপর দিয়ে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হন। স্বজনরা উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্বজনরা অভিযোগ করে বলেন, এই বিদ্যুৎ সরবরাহ লাইনের তার সরানোর জন্য একাধিকবার আবেদন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করেননি। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad