সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুল আলম বসনিয়া, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা প্রমুখ। অনষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার।
উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার জানান, অনুষ্ঠানে ৫০ জন কৃষককে ১ কেজি করে পাটবীজ প্রদান করা হয়। পর্যাক্রমে সাদুল্লাপুর উপজেলায় মোট ৩ হাজার কৃষককে এই বীজ প্রদান করা হবে।