তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আহসান হাবীব ওরফে বোরহান উদ্দিন (১২) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছে।
আজ (সোমবার, ২৬ মে) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রীজ এলাকায় নলেয়া নদীতে এ ঘটনা ঘটে।
মৃত আহসান হাবীব ওরফে বোরহান উদ্দিন ওই ইউনিয়নের তরফ পাহাড়ী গ্রামের মো. আসাদুজ্জামান মিয়ার ছেলে। সে ওই ইউনিয়নের তরফ সাদুল্লা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্বজন ও এলাকাবাসী জানান, সোমবার বোরহান উদ্দিন ও তার অপর তিন বন্ধু মাদ্রাসায় না গিয়ে নলেয়া নদীতে গোসল করতে যায়। এসময় ব্রিজ থেকে তারা সবাই নদীতে লাফ দেয়। এরপর তার তিন বন্ধু নদী থেকে উপরে উঠে আসলেও বোরহান পানিতে তলিয়ে যায়। বিষয়টি তারা স্থানীয়দের জানান। এলাকাবাসী চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল করিম জানান, খবর পেয়ে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে আহসান হাবীব ওরফে বোরহান উদ্দিনের লাশ নদীর তলদেশ উদ্ধার করে।